ফাভরেকে কোচের পদ থেকে বহিষ্কার করলো ডর্টমুন্ড

285

মিউনিখ, ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : ঘরের মাঠে এক দশরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ে কপাল পুড়েছে বরুশিয়া ডর্টমুন্ডের কোচ লুসিয়েন ফাভরের। বুন্দেসলিগা ক্লাবটি গতকাল তাদের কোচকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবের সহকারী কোচ এডিন টারজিচ ফাভরের স্থলাভিষিক্ত হয়েছেন।
শনিবার বুন্দেসলিগায় স্টুটগার্টের কাছে ঘরের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে ৫-১ গোলে বিধ্বস্ত হয় ডর্টমুন্ড। বড় এই পরাজয়ে টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে ক্লাবটি।
ডর্টমুন্ড স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জর্ক বলেছেন, ‘এই ধরনের একটি পদক্ষেপ নিতে আমাদের বেশ কষ্ট হয়েছে। কিন্তু আমরা বিশ^াস করি বর্তমানের এই নেতিবাচক প্রভাব মৌসুমের আগামী ম্যাচগুলোতে আমাদের বিপদে ফেলতে পারে। যে কারনে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
যদিও এই সিদ্ধান্তে দারুন হতাশ ফাভরে বলেছেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যে ধরনের বোঝাপড়া ছিল তাতে এই ধরনের সিদ্ধান্ত সত্যিই লজ্জার। আমরা গত দুটি মৌসুমে অত্যন্ত সফল ছিলাম এবং আমি বিশ^াস করি এই মৌসুমের দলের ভাল করার যথেষ্ট সম্ভাবনা ছিল।’
২০০৯ সালে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছির ডর্টমুন্ড, এতদিন যা ক্লাবটির সবচেয়ে বড় পরাজয় ছিল। তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ড কোমরের ইনজুরির কারনে জানুয়ারি পর্যন্ত ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে ডর্টমুন্ড দুই লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট তুলতে পেরেছে। সম্প্রতি ঘরের মাঠেই তাদের ব্যর্থতা বেশী চোখে পড়েছে। স্টুটগার্টের ম্যাচসহ টানা তিনটি ম্যাচে তারা পরাজিত হয়েছে। শনিবার ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফাভরের ব্যপারে সিদ্ধান্ত নেন।
ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াকিম ওয়াজকে বলেছেন, ‘গত দুই বছরে ক্লাবের প্রতি ফাভরের যে অবদান তাতে আমরা সকলেই তার প্রতি কৃতজ্ঞ।’
৬৩ বছর বয়সী ফাভরে ২০১৮ সালে লিগ ওয়ান ক্লাব নিস থেকে ডর্টমুন্ডে যোগ দেন। এর আগে তিনি বুন্দেসলিগায় হার্থা বার্লিন ও বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ডর্টমুন্ড দু’বার বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। ফাভরের নেতৃত্বে ২০১৯ সালে বায়ার্নকে ২-০ গোলে একমাত্র শিরোপা জার্মান সুপারকাপ জয় করেছিল ডর্টমুন্ড।