বাসস দেশ-৭ : শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

126

বাসস দেশ-৭
স্পিকার-বুদ্ধিজীবী
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস): স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে আজ সকালে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের সার্জেন্ট এ্যাট আর্মস এম এম নাঈম রহমান।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে ঘটে এক মর্মান্তিক হত্যাযজ্ঞ। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে।
বাসস/সবি/এমআর/১৩০০/-আসাচৌ