বাসস দেশ-৪ :কুমিল্লায় ফুটপাত দখল মুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

146

বাসস দেশ-৪
ফুটপাত-জরিমানা
কুমিল্লায় ফুটপাত দখল মুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কুমিল্লা (দক্ষিণ), ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : নগরীতে ফুটপাত দখল মুক্ত না করায় আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাত দখল করে রাখা ৭ টি দোকান মালিককে ২০ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মো. মাজহারুল ইসলাম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাজহারুল ইসলাম বাসসকে বলেন, দখল মুক্ত করার জন্য পূর্বে সচেতন করা হয়েছিলো। সচেতন না হওয়ায় এখন জরিমানা করা হলো। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪০/কেজিএ