যবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে ড. তোফায়েল সভাপতি, ড. আমজাদ সম্পাদক নির্বাচিত

238

যশোর, ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে সভাপতি পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. এইচ এম জাকির হোসেন।
যবিপ্রবি শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ ১০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. সাইবুর রহমান মোল্লা পেয়েছেন ৪৯ ভোট। ড. মো. আমজাদ হোসেন ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তার প্রতিদ্বন্দ্বী ড. সেলিনা আক্তার পেয়েছেন ৮৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে কেমিকৌশল (সিএইচই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম নুর আলম ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার (১১০ ভোট), কোষাধ্যক্ষ পদে জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান (১১২ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান (১১৪ ভোট), কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. সুমন রহমান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চেয়ারম্যান ড. হাসান আল-ইমরান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির নির্বাচিত হয়েছেন।
মোট ২৬৫ ভোটারের মধ্যে ২০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।