বাসস দেশ-৩ : সিলেট বিমান বন্দর থেকে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন বিমান মন্ত্রী

177

বাসস দেশ-৩
হজ ফ্লাইট-উদ্বোধন
সিলেট বিমান বন্দর থেকে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন বিমান মন্ত্রী
সিলেট, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
শুক্রবার রাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এই হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।
এ সময়ে শাহজাহান কামাল বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাঁদের স্বাচ্ছন্দ্যে হজব্রত পালনে সম্ভব সকল পদক্ষেপ নিতে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সিলেটকে বরাবরই অগ্রাধিকার দিয়ে থাকে বিমান। এরই ফলশ্রুতিতে বরাবরের মতো এবারও সিলেট থেকে বিমান হজ ফ্লাইট পরিচালনা করছে।
বিমানমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী হজে গমন করবেন। সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে গমন করবেন। হজ চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান এবং অবশিষ্ট ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে।
গত ১৪ জুলাই সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিমানের পরিচালকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাব ও আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/তবি/বিকেডি/১৫১০/এমএবি