বাসস দেশ-৮ : চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭৮, সুস্থ ২৪৪ জন

140

বাসস দেশ-৮
চট্টগ্রাম-করোনা
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭৮, সুস্থ ২৪৪ জন
চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমণ এ মাসের মধ্যে সর্বনি¤œ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মেলে। সংক্রমণ হার ৫ দশমিক ৮৭ শতাংশ। একই সময়ে ২৪৪ জন সুস্থতার ছাড়পত্র লাভ করেছে। এ সময়ে করোনাক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর পাঁচটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে শনিবার চট্টগ্রামের ১ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৭৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭০ জন ও পাঁচ উপজেলার ৮ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে শহরের ২১ হাজার ১১৮ জন ও ৬ হাজার ৫১৬ জন গ্রামের। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৪ জন, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
শনিবার করোনাক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন হয়েছে ৩৩২ জন। এতে শহরের বাসিন্দা ২৩৬ জন ও গ্রামের ৯৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৪৪ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২৬ হাজার ১৮১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৬৪ জন এবং ঘরে থেকে ২২ হাজার ৫১৭ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ২০ জন ও ছাড়পত্র নেন ১৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৯৮ জন।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম ১২ দিনে শনিবারই প্রথম শনাক্ত ব্যক্তির সংখ্যা একশ’র নিচে নেমে এলো। গত ১ ডিসেম্বর ২৬০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে, যা ছিল করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া, ৩ ডিসেম্বর ২৪০ জন, ৬ ডিসেম্বর ২৩৩ জন, ২ ডিসেম্বর ২৩১ জন এবং ৭ ডিসেম্বর ২১৩ জন নতুন রোগী শনাক্ত হন। এ সময়ের সর্বনি¤œ সংক্রমণ ছিল ১১ ডিসেম্বর ১৪৪ জন।
গত ২৪ ঘণ্টার ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৪ টি নমুনার ৩১ টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ২৯টি নমুনার ১৩ টির পজিটিভ রেজাল্ট আসে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব শেভরনে ১৭৮ নমুনায় ২১ টি এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ টির ৩ টিতে ভাইরাস শনাক্ত হয়। এদিন চট্টগ্রামের ৪২ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবগুলোরই ফলাফল নেগেটিভ আসে। তবে, শনিবার সরকারি দুই ল্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং বেসরকারি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
বাসস/জিই/কেএস/কেসি/১৩৫৪/অমি