পিরোজপুরে বোরো চাষিদের মাঝে ৭৬ লক্ষ টাকার ৩০ হাজার কেজি ধান বীজ বিতরণ

565

পিরোজপুর, ১৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার কৃষককে ৭৬ লক্ষাধিক টাকা মূল্যের ধান বীজ বিনামূল্যে দেয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় জেলার ৭ উপজেলার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বোরো চাষিদের মাঝে এ বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
১৫ হাজার কৃষককে বোরো ধানের হাইব্রিড এ বীজ প্রতিজনকে ২ কেজি করে মোট ৩০ হাজার কেজি বীজ প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের বরাদ্দ রয়েছে ৭৬ লক্ষ ২০ হাজার টাকা। পিরোজপুর জেলার সদর উপজেলার ২ হাজার ৫শত জন কৃষককে ৫ হাজার কেজি, ইন্দুরকানীর ১ হাজার ৫শত জন কৃষককে ৩ হাজার কেজি, কাউখালীতে ১ হাজার জনকে ২ হাজার কেজি, নেছারাবাদে ৩ হাজার ৫শত জন কৃষককে ৭ হাজার কেজি, নাজিরপুরের ২ হাজার ৫শত জন কৃষকে ৫ হাজার কেজি, ভান্ডারিয়ায় ১ হাজার ৫শত জনকে ৩ হাজার কেজি এবং মঠবাড়িয়ায় ২ হাজার ৫শত জন কৃষককে ৫ হাজার কেজি উন্নতজাতের বোরো বীজ প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বোরো বীজ বপন করে চারা তৈরী করা হয়েছে। ২৩ হাজার ৬শত হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা এবং চাল উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ২ হাজার ২শত ২ মে: টন। আবহাওয়া অনুকূলে থাকলে জমি চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে কৃষি প্রণোদনার অর্থ থেকে এ জেলায় ১ হাজার বোরো চাষির প্রত্যেককে ১ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় এতথ্য জানিয়েছেন।