কোরিয়ান চলচ্চিত্র পরিচালক কিম কি-দুকের ভাইরাসে মৃত্যু

932

রিগা, ১২ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক কিম কি-দুক কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে শুক্রবার লাটভিয়ায় মারা গেছেন। খবর এএফপি’র।
চলচ্চিত্রে চরম সহিংসতা এবং বর্বতার সাহসী চিত্রায়নের মাধ্যমে কিম বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন, তবে তার বিরুদ্ধে অভিনেত্রীদের সঙ্গে অশোভন আচরনের অভিযোগ রয়েছে।
লাটভিয়ার জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের প্রধান ডিতা রিয়েটুমা এএফপিকে বলেন, “দুর্ভাগ্যক্রমে লাটভিয়ায় করোনভাইরাসে কিম কি-ডুকের মৃত্যুর দুঃখজনক খবরটি সত্য।
তিনি আরো জানান, ‘তাঁর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, রিগার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
রাইতুমা জানান, কোরিয়ান এই পরিচালক লাটভিয়াতে সফরে গিয়েছিলেন তাঁর চিত্রগ্রহণের কোনো পরিকল্পনা ছিল না।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৯ বছর বয়সী এই পরিচালক বাল্টিক ইউরোজোন রাজ্যে একটি সম্পত্তি কিনে আবাসনের জন্য আবেদন করার পরিকল্পনা করছিলেন।
তার ছবি “পিয়েটা” ২০১২ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন পুরস্কার জিতে।