বাসস দেশ-২১ : করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে : জি.এম. কাদের

147

বাসস দেশ-২১
ছাত্র সমাজ-সাধারণ সভা
করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে : জি.এম. কাদের
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে যেন কোন মহল বাণিজ্য করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সংগঠনের সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন-এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জি.এম কাদের বলেন, মহামারি করোনা প্রতিরোধে তিন কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। করোনা ভ্যাকসিন প্রত্যেককে দুটি করে ডোজ দিতে হয়। করোনা প্রতিরোধের ভ্যাকসিন একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে যথাযথ ব্যবস্থা নেয়া জরুরী ।
তিনি বলেন, করোনা ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ এবং ব্যবস্থাপণা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন অগ্রাধিকার ভিত্তিতে পায় তার জন্য তালিকা প্রস্তুত করা জরুরী।
বাসস/সবি/এমএআর/১৯০০/-কেএমকে