বাসস ক্রীড়া-৬ : বাঁচা-মরার ম্যাচে ১৭৬ রানের টার্গেট পেল রাজশাহী

124

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি
বাঁচা-মরার ম্যাচে ১৭৬ রানের টার্গেট পেল রাজশাহী
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২০ (বাসস) : প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে মিনিস্টার রাজশাহী।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংএ পাঠায় রাজশাহী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করেছে চট্টগ্রাম।
দলের পক্ষে দুই ওপেনার সৌম্য সরকার ৪৮ বলে ৬৩ ও লিটন দাস ৪৩ বলে ৫৫ রান করেন। এছাড়া শামসুর রহমান ১৮ বলে অপরাজিত ৩০ রান করেন।
রাজশাহীর আনিসুল ইসলাম ইমন ২১ রানে ২ উইকেট নেন।
বাসস/এএমটি/১৪৫০/স্বব