চীনে কুয়াশার জন্যে আবারো হলুদ সতর্কতা জারি

469

বেইজিং, ১২ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): চীনের আবহাওয়া কর্তৃপক্ষ শনিবার দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহে কুয়াশার কারণে আবারো হলুদ সতর্কতা জারি করেছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা এসব অঞ্চলের দৃশ্যমানতা ২শ’ মিটারের নীচে নেমে এসেছে।
কম দৃশ্যমানতার কারণে চালকদের নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর ও এক্সপ্রেসওয়েসহ অন্য সবখানেও সতকর্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চীনে আবহাওয়া সতর্কতা চার রঙে হয়ে থাকে। লাল সতর্কতা সবচেয়ে মারাত্মক পরিস্থিতিতে দেয়া হয়। এছাড়া রয়েছে কমলা, হলুদ ও নীল।