চকবাজারে প্লাস্টিক কারখানা ভস্মীভূত

330

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২০ (বাসস): রাজধানীর চকবাজারের নোয়াখালী ভবনে আগুন লেগে প্লাস্টিক কারখানা পুড়ে গেছে।
আজ শুক্রবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক রাসেল সিকদার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে চকবাজারের উর্দুরোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। ভবনের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের কর্মকতারা জানিয়েছেন, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে ফায়ার কর্মীদের।
জানাগেছে,ভবনটি পরিত্যক্ত, তবে নিচতলায় প্লাস্টিক কারখানায় ছিল। সেখানেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।