স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে : স্পিকার

350

রংপুর, ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছাতে আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এ দেশকে সমৃদ্ধ ও সোনার বাংলায় রূপান্তরিত করা সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় উপজেলা অডিটোরিয়াম হলরুমে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীতেও দেশের অর্থনীতি থেমে নেই। সামনে এগিয়েই যাচ্ছে। এজন্য আওয়ামী লীগের তৃণমুলকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমুলের নেতাকর্মীরাই সংগঠনের শক্তি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমুলের নেতাকর্মীদের সবসময়ই সম্মান করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম প্রমুখ।