বাসস দেশ-৩৩ : হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময়

118

বাসস দেশ-৩৩
টিকাদান-ক্যাম্পেইন
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময়
গোপালগঞ্জ ১০ ডিসেম্বর ২০২০ (বাসস) : জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ডা. সাকিবুর রহমান ও ডা. ফাবিয়া হান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলা এ কর্মসূচিতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এই টিকা দেয়া হবে বলে মতবিনিময়ে বলা হয়।
এছাড়া এই কর্মসূচিতে ৪৩২জন টিকাদানকারী ও ৬৪৮জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে ঘুরে এই টিকা প্রদান করবেন। জেলার ৪টি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে মতবিনিময়ে জানানো হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা আজকের মধ্যে তাদের আন্দোলন স্থগিত করে আগামী ১২ তারিখে টিকাদান কর্মসূচিতে যোগদান করবেন বলে আশাপ্রকাশ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২০/কেজিএ