বাসস ক্রীড়া-৮ : রবির বোলিং দাপটে খুলনাকে ২০ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল ঢাকা

169

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বঙ্গবন্ধু-ঢাকা-খুলনা
রবির বোলিং দাপটে খুলনাকে ২০ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল ঢাকা
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২০ (বাসস): অফ স্পিনার রবিউল ইসলাম রবির বোলিং দাপটে বেক্সিকো ঢাকার কাছে হেরে গেছে জেমকন খুলনা। রবি ২৭ রানের বিপরীতে তুলে নিয়েছে খুলনার ৫ উইকেট। ফলে ১৫৯ রানে থেমে যায় খুলনার ইনিংস। এতেই ২০ রানে জয়লাভ করে ঢাকা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে মুশফিকুর রহিমের দল ঢাকা। জবাবে ৩ বল বাকী থাকতেই ১৫৯ রানে সবক’টি উইকেট হারায় জেমকন খুলনা।
এই জয়ে ৭ ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট সংগ্রহ করেছে ঢাকা। আর এক ম্যাচ বেশী অর্থাৎ আট ম্যাচ থেকে সমান আট পয়েন্ট সংগ্রহ করেছে খুলনা। তাই দুটি দলেরই নিশ্চিত হয়েেেছ প্লে অফ। অবশ্য গত মঙ্গলবার এই খুলনাকে হারিয়েই ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম।
টস হারলেও সাব্বির ও নাইম শেখের ওপেনিংয়ে ঢাকার শুরুটা হয় দুর্দান্ত। সাকিব আল হাসানের প্রথম ওভারে চারটি ছয় হাকিয়ে ২৬ রান তুলে নেন নাইম।
এরপর নাইমকে বিদায় করে খুলনা শিবিরকে স্বস্তি এনে দেন পেসার শহিদুল ইসলাম। বিদায় নেয়ার আগে ৫টি ছক্কা হাকিয়ে ১৭ বলে ৩৬ রান যোগ করেন নাইম। তবে চতুর্থ ওভারেই উদ্বোধনী জুটি দলীয় সংগ্রহে যুক্ত করে ৪১ রান।
নাইমের যেখানে শেষ সেখান থেকে ব্যাটিংয়ের দায়িত্ব গ্রহন করেন আল আমিন হোসেন জুনিয়র। তবে প্রাপ্ত সুযোগকে খুব বেশী ভালভাবে কাজে লাগাতে পারেননি তিনি। চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাকিয়ে ২৫ বলে ৩৬ রান নিয়েই বিদায় নেন।
এর পরপরই অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। মাত্র ৩ রান নিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম এবং শুন্য রানে মাঠছাড়া হন ইয়াসির আলী রাব্বি। ফলে ১১৬ রানে ৪ উইকেটের পতন ঘটে ঢাকার। পরে সাব্বির ও আকবর মিলে ৪২ রানের পার্টারশীপ গড়ে বিপর্যয় সামাল দেন। এ সময় একটি চার ও চারটি ছক্কা হাকিয়ে ১৪ বলে ৩১ রান করেন আকবর। এরই ফাঁকে নিজের হাফ সেঞ্চুরি পুর্ন করেন সাব্বির। এর পরপরই অবশ্য আউট হয়ে যান তিনি। শহিদুলের বলে বেপরোয়া ব্যাট চালাতে গিয়ে উইকট হারান তিনি। ততক্ষনে অবশ্য নিরাপদ জোনে চলে যায় দল। বিদায়ের আগে ৫টি চার ও ৩টি ছক্কা হাকান সাব্বির।
লোয়ার অর্ডার থেকে খুব বেশী সুবিধা পায়নি ঢাকা। ফলে ২০০ রানের আগেই আটকে যায় তারা।
জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। দ্বিতীয় ওভারেই ওপেনার জাকির হোসেনকে (১) হারায় খুলনা। আট রানে প্রথম উইকেটের পতনের পর ওয়ান ডাউনে নামা সাকিব আল হাসান (৮) যখন বিদায় নেন তখন দলীয় সংগ্রহ ছিল মাত্র ৩০ রান।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব এরআগে সবচেয়ে বেশী বিপর্যস্ত হয়েছেন বল হাতে। তিন ওভারে দিয়েছেন ৩৬ রান। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ঢাকার বিপক্ষে কিছুটা সফল হন অপর ওপেনার জহুরুল ইসলাম অমি। ব্যক্তিগত ২৩ রানে মাহমুদুল্লাহ ও ১ রানে মাশরাফি বিন মোর্তাজা ফিরে গেলেও এক পাশ আগলে রেখেছিলেন অমি।
শেষ পর্যন্ত নাসুম আহমেদ অমিকে ফিরিয়ে দিলে স্বস্তি ফিরে ঢাকা শিবিরে। বিদায়ের আগে ৪টি চার ও ২টি ছয় হাকিয়ে ৩৬ বলে ৫৩ রান সংগ্রহ করেন খুলনার ওপেনার। শেষভাগে শামিম হোসেন ২৪ ও হাসান মাহমুদ অপরাজিত ১৫ রান সংগ্রহ করলেও ম্যাচে ফিরতে পারেনি খুলনা।
সংক্ষিপ্ত স্কোর:
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৭৯/৭ (সাব্বির ৫৬, নাইম শেখ ৩৬, আলআমিন ৩৬, আকবর আলি ৩১, শহিদুল ২/৩১, হাসান মাহমুদ ১/২৩, মাশরাফি ১/২৬, নাজমুল ইসলাম ১/৫১।
জেমকন খুলনা: ১৯.৩ ওভারে ১৫৯/১০ (জহুরুল ইসলাম ৫৩, শামিম ২৪, মাহমুদুল্রাহ ২৩, রবি ৫/২৭, রুবেল ২/৩০, মুক্তার আলী ২/৩৫)
ফলাফল: ঢাকা ২০ রানে জয়ী
বাসস/এসএমপি/এমএইচসি/১৭২৫/স্বব