বাসস দেশ-৩০ : পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২.৫০ ভাগ: সেতু বিভাগ

159

বাসস দেশ-৩০
পদ্মাসেতু-অগ্রগতি
পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২.৫০ ভাগ: সেতু বিভাগ
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮২ দশমিক ৫০ ভাগ। এই প্রকল্পের অনুমোদিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মাওয়া প্রান্তে মূল পদ্মা সেতুর ১২ এবং ১৩ নম্বর পিয়ারের উপর বৃহস্পতিবার দুপুর ১২ টা ২ মিনিটে সর্বশেষ ৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৬.১৫ কিলোমিটার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৩৩৩টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১৯৪২টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপারটি গার্ডারের মধ্যে ৩২১টি স্থাপন করা হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯১ ভাগ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা প্রায় ৭৬ ভাগ। ইতোমধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।
বাসস/সবি/বিকেডি/১৮০২/-শআ