বাসস-দেশ-৩ : ব্রাহ্মণপাড়ায় হোটেলের খাবার খেয়ে ১৫০ পুলিশ সদস্য হাসপাতালে

155

বাসস-দেশ-৩
১৫০ পুলিশ
ব্রাহ্মণপাড়ায় হোটেলের খাবার খেয়ে ১৫০ পুলিশ সদস্য হাসপাতালে
কুমিল্লা (দক্ষিণ), ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আজ উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে।এ নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর ১৫০ সদস্য হোটেলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ৯টায় রাতের খাবার খেয়ে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন
অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাত প্রায় ১টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ বাসসকে জানান, রাতে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য ফুড পয়জিনিংয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৪০ জনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমরা সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে কুমিল্লা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪৫/নূসী