নড়াইল মুক্ত দিবস উদযাপিত

4909

নড়াইল, ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইল মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালের এ দিনে নড়াইলের মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্তদিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে তাদের হাত থেকে নড়াইলকে মুক্ত করে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গণকবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাফিল।
এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মতিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।