প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য বেক্সিমকো ঢাকার

791

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২০ (বাসস/এএফপি) : বঙ্গবন্ধু টি-২০ কাপে প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জেমকন খুলনার মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
টানা তিন ম্যাচে পরাজিত হবার পর মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা বর্তমানে তিন ম্যাচে ধারাবাহিক জয়ের মধ্যে রয়েছে। কাল নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামবে দলটি। ওই ম্যাচে জয় পেলে শীর্ষ চারে জায়গা নিশ্চিত হবে তাদের। তবে হেরে গেলে তাদের প্লে অফে খেলার সুযোগ হুমকিতে পড়তে পারে। কারণ এরপর আর মাত্র একটি ম্যাচ হাতে থাকবে ঢাকার। বর্তমানে ছয় ম্যাচের তিনটিতে জয়ী ঢাকার সংগ্রহ ছয় পয়েন্ট।
অপরদিকে সাত ম্যাচে অংশ নেয়া খুলনার সংগ্রহে রয়েছে আট পয়েন্ট। গাজী গ্রুপ চট্টগ্রামের সঙ্গে ইতোমধ্যে শেষ চার-এ উঠেছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম।
সর্বশেষ তিন ম্যাচে ঢাকা জয় পেয়েছে যথাক্রমে ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। এই আসরে তারাই একমাত্র দল, যারা চট্টগ্রামের বিপক্ষে জয়লাভ করেছে। তবে খুলনা তাদের জন্য আলাদা হুমকি হিসেবে দেখা দিতে পারে। আগের ম্যাচে এই খুলনার কাছে ৩৭ রানে পরাজিত হয়েছে ঢাকা। অথচ ওই ম্যাচে তাদের টার্গেট ছিল মাত্র ১৪৭ রানের।
ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম বিশ^াস করেন তারা এই মুহুর্তে বেশ অনুপ্রানীত এবং তারা এর সঠিক প্রয়োগ করতে চান। তিনি বলেন বলেন,‘ অনুপ্রেরনার উপর নির্ভর করে টি-২০ ম্যাচ এবং এখানে কোন দলই অপরাজিত নেই। সুতরাং এই ম্যাচে তিন বিভাগেই ভাল করা জরুরী। আমরা যদি তিন বিভাগেই ভাল খেলতে পারি, তাহলে সুযোগ হাতে থাকবে। সেখানে প্রতিপক্ষ যারাই হোক।’
মুশফিকুর বলেন এই মুহুর্তে ফর্মে থাকা ব্যাটসম্যান ও বোলারদের সবাইকেই পুরো সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। তিনি বলেন,‘ টি-২০ ক্রিকেটে আপনি খুব বেশী সুযোগ পাবেন না। এটি হচ্ছে দ্রুত গতির ফরম্যাট। তাদের মধ্যে যারা এখন ফর্মে আছে তাদেরকে সর্বোচ্চটা প্রয়োগ করতে হবে।’
জয়ের ধারায় থাকায় ঢাকার মধ্যে আত্মবিশ^াস অটুট থাকলেও খুলনার খুব একটা চাপ নেয়ার প্রয়োজন পড়ছে না। কারণ ইতোমধ্যে চারটি জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলেছে রুপসা পাড়ের দলটি। যদিও এখনো নিজেদের সেরাটা দেখানোর বাকী রয়েছে সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদের মত তারকা খেলোয়াড়দের। ইতোমধ্যে লটারির মাধ্যমে জিতে নিয়েছে মাশরাফি বিন মোর্তাজার মত অভিজ্ঞ ক্রিকেটারকেও। যদিও মাশরাফিকে নিয়েও গতকাল চট্টগ্রামের বিপক্ষে ১৫৭ রানের পুঁজি নিয়ে জয়লাভে ব্যর্থ হয়েছে জেমকন খুলনা। ওই ম্যাচে ডেথ ওভারের বোলিং নিয়ে সন্তুস্ট হতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ। সেটি ঝালিয়ে নেয়ার উপর জোড় দিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন,‘ স্লগ ওভারে আমাদের বোলিংয়ের গভীরতা আরো বাড়াতে হবে। টুর্নামেন্টে কিছু অর্জন করতে হলে সঠিক নিশানা থাকতে হবে।’