বাসস ক্রীড়া-৮ : কোচেস এডাপশনাল প্রোগ্রাম শুরু

113

বাসস ক্রীড়া-৮
ব্যাডমিন্টন-কোচ
কোচেস এডাপশনাল প্রোগ্রাম শুরু
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : শাটলারদের দক্ষতা বাড়াতে কোচেস এডাপশনাল প্ল্যান হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। দেশের দশটি জেলায় শুরু হয়েছে এ প্রোগ্রাম। ব্যাডমিন্টন এশিয়ান কনফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে ২৬ জন শাটলারকে নিয়ে ঢাকায় শুরু হয়েছে কোচেস এডাপশনাল প্ল্যান।
শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে বিকেলে প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ সভাপতি কে এম শহীদুল্লাহ। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার। ঢাকায় শাটলারদের প্রশিক্ষন দেবেন কোচ অহিদুজ্জামান রাজু। দশ দিন ব্যাপী এ প্রোগ্রামে ২০জন পুরুষ ও ৬ জন নারী শাটলার অংশ নিচ্ছেন বলে জানান কোচ রাজু। তিনি বলেন, ব্যাডমিন্টন এশিয়ান কনফেডারেশন এর পৃষ্ঠপোষকতায় দেশের দশটি জেলায় এ প্রোগ্রাম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা এ প্রোগ্রামের আয়োজন করেছে। এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শাটলারদের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
বাসস/১৮৩২/স্বব