বাসস দেশ-৩৮ : হবিগঞ্জে পুলিশের ‘বয়ানে বয়ানে জনসচেতনতা’ কর্মসূচি উদ্বোধন

114

বাসস দেশ-৩৮
হবিগঞ্জ-পুলিশ
হবিগঞ্জে পুলিশের ‘বয়ানে বয়ানে জনসচেতনতা’ কর্মসূচি উদ্বোধন
হবিগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২০ (বাসস): জেলা পুলিশের উদ্যোগে আজ ‘বয়ানে বয়ানে জনসচেতনতা’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, আলেম সমাজের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে ‘বয়ানে বয়ানে জনসচেতনতা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ কর্মসূচির আওতায় জঙ্গীবাদ, ইভটিজিং ও নারী নির্যাতন, যৌতুক, মোবাইল ফোনের অপব্যবহার, মাদক, দাঙ্গা-মারামারি, সন্ত্রাস, গুজব এবং সাম্প্রদায়িকতা প্রভৃতি সমস্যা নিরসনে আলেম-ওলামারা বয়ানের মাধ্যমে জনগনকে সচেতন করবেন।
বুধবার এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলার শতাধিক আলেম-ওলামা ও মসজিদের ইমামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩০/এমকে