বাসস ক্রীড়া-৫ : একাডেমি কাপ ফুটবল: ফাইনালে এফসি ইউনাইটেড এবং ওয়ারিয়র স্পোর্টস একাডেমী

123

বাসস ক্রীড়া-৫
ফুটবল-একাডেমী
একাডেমি কাপ ফুটবল: ফাইনালে এফসি ইউনাইটেড এবং ওয়ারিয়র স্পোর্টস একাডেমী
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এফসি ইউনাইটেড ফেনী এবং সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ প্রথম সেমিফাইনালে ফেনী ৩-০ গোলে হারায় সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমীকে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হ্যাটট্রিকম্যান ওমর ফারুক জাহিদ। প্রথমমার্ধে বিজয়ীরা ২-০ গোলে এগিয়ে ছিল।
খেলা শেষে ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলা।
একই মাঠে দিনের অপর সেমিফাইনালে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ৩-০ গোলে হারায় ময়মনসিংহের ঈশ^রগঞ্জ ফুটবল একাডেমীকে। প্রথমার্ধে ওয়ারিয়র ২-০ গোলে এগিয়ে ছিল। দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হারুন অর রশিদ। অপর গোলটি করেন সামিউল হাসান। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।
আগামী ১১ ডিসেম্ভর, শুক্রবার টুর্নামেন্টর ফাইনাল খেলা মাঠে গড়াবে।
ফাইনালের লাইনআপ (১১ ডিসেম্ভর, শুক্রবার) :
এফসি ইউনাইটেড, ফেনী বনাম ওয়ারিয়র স্পোর্টস একাডেমী, সাতক্ষীরা (বেলা তিনটা ০০:০৩টা)
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ)
বাসস/স্বব/১৭৩০/স্বব