মৌলবাদি ও সাম্প্রদায়িক গোষ্ঠিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহবান

339

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০(বাসস) : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদি ও সাম্প্রদায়িক গোষ্ঠিকে রুখে দেয়ার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ ইউজিসি ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি জানান।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে কোন দূরভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখতে এবং এটি ভাঙার পক্ষের শক্তির ব্যক্তিদের সম্পদের বিবরণ ও আয়ের উৎস খতিয়ে দেখার জন্য সরকারের কাছে দাবি জানান।
প্রতিবাদ সভায় ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন,জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদি ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি স্বরূপ।
মানববন্ধনে ইউজিসি সদস্য প্রফেসর ড.মো.সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎচন্দ, প্রফেসর ড. মো: আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন।