বাসস দেশ-১১ : শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু

130

বাসস দেশ-১১
ফেরি চলাচল শুরু
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু
মুন্সীগঞ্জ, ৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আজ ভোর ৬ টায় ফেরি চালু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে দুপুর গড়িয়ে যায়। এখন ১৪টি ফেরি চলাচল করছে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দু’পাড়ে শত-শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার কারণে শিমুলিয়ার কাছে নোঙর করা উদ্ধারকারী জাহাজ নির্ভিক পদ্মা সেতুর নিচ দিয়ে বুধবার বাংলাবাজার পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বন্ধ হয়ে যায় এই রুটের ফেরি চলাচল। এতে মাঝ পদ্মায় দুইটি রোরো ফেরিসহ ৫ ফেরি আটকা পড়েছে, আর দুই পাড়ে শত-শত যান গন্তব্যের পথে অপেক্ষার প্রহর গুণতে থাকে।
পদ্মায় ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পরে বয়া বাতি দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল। বিআইডব্লি­উটিসি বলছে- কুয়াশা কেটে যাওয়া পর আটকে পড়া ফেরি গন্তব্যে পৌঁছেছে। ফেরিগুলো ঘোলা আবহাওয়ার মধ্যেই সার্ভিস দিয়ে যাচ্ছে। দুপুরেও কুয়াশা আছে, তবে ঘনত্ব কম।
এই রুটে চাপ বেশী ধাকায় আরো একটি রোরো ফেরি বৃদ্ধি করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/নূসী/কেজিএ