বাসস বিদেশ-৮ : দ. কোরিয়া জনসংখ্যার ৮৮ শতাংশের জন্য কোভিড-১৯ টিকা সংগ্রহ করছে

234

বাসস বিদেশ-৮
দক্ষিণ কোরিয়া-ভ্যাকসিন
দ. কোরিয়া জনসংখ্যার ৮৮ শতাংশের জন্য কোভিড-১৯ টিকা সংগ্রহ করছে
সিউল, ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): দক্ষিণ কোরিয়া বিদেশি ওষুধ প্রস্তুতকারীদের কাছ থেকে ৪ কোটি ৪ লাখ নাগরিক বা দেশের মোট জনসংখ্যার ৮৮ শতাংশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ করার পরিকল্পনা গ্রহন করেছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় বলেছে, যাদের দুই ডোজ টিকা গ্রহন করা প্রয়োজন তাদের জন্য তারা ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রোজেনিকার কাছ থেকে ২ কোটি ডোজ টিকা ক্রয় করার জন্য আগাম অর্ডার দিয়েছে। এছাড়া, একবার টিকা দেয়ার জন্য জনসন অ্যান্ড জনসন জ্যানসানের কাছ থেকে ৪০ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে,অ্যাস্ট্রাজেনিকার সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যদের সঙ্গে অদূর ভবিষ্যতে চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী ভ্যাকসিন প্রকল্প কোভাক্স সুবিধার মাধ্যমে ১ কোটি লোকের জন্য অবশিষ্ট ভ্যাকসিন সংগ্রহ করা হবে। সরকার ভ্যাকসিন ক্রয়ের লক্ষ্যে বাজেটে ১২০ কোটি মার্কিন ডলার পৃথক করে রেখেছে।
বাসস/ অনু- জেজেড/-২১৪২/-শআ