বাসস দেশ-৬১ : জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প রাজনৈতিক শক্তি : জি.এম.কাদের

150

বাসস দেশ-৬১
জাপা-কাদের -যোগদান
জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প রাজনৈতিক শক্তি : জি.এম.কাদের
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেচেন, জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প রাজনৈতিক শক্তি। রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এদকল নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম.নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা গণফোরাম সভাপতি এডভোকেট কাজী মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম টিটুর নেতৃত্বে একদল নেতা – কর্মী জাতীয় পার্টিতে যোগাদান করে।
জি.এম.কাদের আরো বলেন, রাজনীতির মুল কর্মকান্ডে রয়েছে নির্বাচন। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তাই জাতীয় পার্টি দেশের একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।
তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টির জন্য সুদিন অপেক্ষা করছে। দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়।
বাসস/সবি/এমএআর/২১৩৮/কেএমকে