বাসস দেশ-৫৭ : উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের

211

বাসস দেশ-৫৭
কমান্ডার্স ফোরাম – সমাবেশ
উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের
চট্টগ্রাম, ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের বিক্ষোভ সমাবেশে সাম্প্রদায়িক শক্তির নিষিদ্ধের দাবি জানানো হয়েছে ।
এ দাবিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল।
সমাবেশে বক্তারা বাবুনগরী-মামুনুল গংদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দিয়ে এরা বাংলাদেশের অস্থিত্বে আঘাত করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ধর্মান্ধ এসব সাম্প্রদায়িক উগ্রবাদী সন্ত্রাসী চক্রের অপতৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকী, ফোরকান উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মো. সেলিম চৌধুরী প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।
বাসস/জিই/কেএস/কেসি/২১১৪/কেএমকে