বাসস দেশ-৪৮ : নোয়াখালীতে পঙ্গু রিকশা চালককে দোকান উপহার দিয়েছে জেলা পুলিশ

135

বাসস দেশ-৪৮
নোয়াখালী-রিকশা চালক
নোয়াখালীতে পঙ্গু রিকশা চালককে দোকান উপহার দিয়েছে জেলা পুলিশ
নোয়াখালী, ৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের পঙ্গু রিকশা চালক আবুল খায়ের বাবুলকে কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা হিসেবে দোকান ও প্রারম্ভিক মূলধন হিসাবে বিক্রয়ের জন্য মালামাল উপহার দিয়েছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন পঙ্গু রিকশা চালক বাবুলকে এ উপহার বুঝিয়ে দেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, পঙ্গু রিকশা চালককে কারও কাছে যেন হাত পাততে না হয় সেজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। দোকানের আয় দিয়েই তিনি তার সংসার চালাতে পারবেন বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন এসময় উপস্থিত ছিলন।
উল্লেখ্য, দু’বছর আগে নিজ এলাকায় রিকশা চালানোর সময় আবুল খায়ের বাবুল দুর্ঘটনায় গুরুতর আহত হন, তার ডান পায়ে মারাতœক জখম হয়। সঠিক চিকিৎসার অভাবে একপর্যায়ে তার পায়ে পচন ধরে। বাবুলের এ দুর্ভোগের বিষয়টি জানতে পেরে পুলিশের পক্ষ থেকে মানবিক বিবেচনায় তার চিকিৎসা এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২৪/এমকে