বাসস দেশ-৪২ : কক্সবাজার বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী

151

বাসস দেশ-৪২
পর্যটন প্রতিমন্ত্রী-এভিয়েশন
কক্সবাজার বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন,কক্সবাজার বিমানবন্দরকে অন্তর্জাতিক মানে উন্নীত করে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা হবে। আজ কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে যাত্রীদের জন্য নবনির্মিত লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,এই বিমানবন্দরের উন্নয়ন কাজ শেষ হলে তা আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ফলে কক্সবাজার নেপাল,ভুটান ও ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পাঁচ হাজার ১ ’শ ৭৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে শক্তি বৃদ্ধি করার পাশাপাশি এর দৈর্ঘ্য ৯,০০০ ফুট থেকে বাড়িয়ে ১২ হাজার ফুট করা ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে।
মাহবুব আলী বলেন,বর্তমান সরকার পর্যটর শিল্পের উন্নয়নে কাজ করে চলেছে। এ্ই ধারাবাহিকতায় দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক,বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানপ্রমুখ।
বাসস/সবি/এসএস/১৯৩৪/কেএমকে