বাসস ক্রীড়া-৪ : বার্সেলোনার ৭ নম্বর জার্সি পেলেন কুটিনহো

138

বাসস ক্রীড়া-৪
ফুটবল-কুটিনহো
বার্সেলোনার ৭ নম্বর জার্সি পেলেন কুটিনহো
বার্সেলোনা, ১০ আগস্ট ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনার ৭ নম্বর জার্সি পড়ে খেলতে নামবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো।
জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সায় যোগ দেবার পর কুটিনহোকে ১৪ নম্বর জার্সি দেয়া হয়েছিল। কিন্তু এবারের মৌসুমে তিনি ৭ নম্বর পড়ে খেলবেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। গত মৌসুমে আরডা তুরান ক্লাব ছেড়ে যাবার সময় ৭ নম্বর জার্সিটি দান করে গিয়েছিলেন। সেটা পড়েই এবার কুটিনহো মাঠে নামবেন।
এর আগে বার্সেলোনার ৭ নম্বর জার্সি পড়ে যারা খেলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন পেড্রো রডরিগুয়েজ (২০১৩-১৫), ডেভিড ভিয়া (২০১০-২০১৩), এইডার গুডজনসেন (২০০৬-২০১০), হেনরিক লারসন (২০০৪-২০০৬), জেভিয়ার সাভিয়োলা (২০০১-২০০৪), আলফোনসো পেরেজ (২০০০-২০০১ সাবেক বিশ^সেরা খেলোয়াড় লুইস ফিগো (১৯৯৫-২০০০)।
১৪ নম্বর জার্সিটি বার্সেলোনার কিংবদন্তী খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফের জন্য জনপ্রিয় ছিল। গত মৌসুমে বার্সেলোনার লিগ শিরোপা ও কোপা ডেল রে’ শিরোপা জয়ে ২৬ বছর বয়সী কুটিনহো ২২ ম্যাচে ১০টি গোল করেছেন ও ৬টিতে এসিস্ট করেছেন।
বাসস/নীহা/১৭০০/-স্বব