বাসস দেশ-১৭ : ময়মনসিংহে পথশিশুদের নিয়ে মিডিয়া ক্যাম্পেইন

131

বাসস দেশ-১৭
পথশিশু
ময়মনসিংহে পথশিশুদের নিয়ে মিডিয়া ক্যাম্পেইন
ময়মনসিংহ, ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আজ বেলা ১১টায় পথশিশুদের জন্ম নিবন্ধন, আবাসন ও অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা শীর্ষক দিনব্যাপী মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়নসিংহ অঞ্চল এর আয়োজন করে।
শিশু সুরক্ষা কমিটির সহসভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিভাগীয় মানবাধিকারকর্মী অ্যাডভোকেট লিটন দাস, কমসূচি কর্মকর্তা রোজিনা রংমা, মাঠ কর্মকর্তা বিপাশা মানখিন প্রমূখ । এছাড়াও মুক্ত আলোচনা অংশ নেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাংবাদিক জিয়াউদ্দিন আহম্মেদ, এ এইচ এম মোতালেব। অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় বক্তরা পথ শিশুদের কল্যাণে জন্মনিবন্ধনসহ তাদের অধিকার সংরক্ষণের সরকার ও সমাজের সচেতন অংশকে এগিয়ে আসার আহবান জানান।
বাসস/এনডি /সংবাদদাতা/১৪৩২/নূসী