কুমিল্লায় এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা

204

কুমিল্লা (দক্ষিণ), ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলা শহরের এইচ আর হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল ১০টায় নগরীর ঝাউতলা এলাকায় এইচ আর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম বাসসকে জানান, এ হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অযোগ্য নার্স ও অনুমোদিত শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ডা. সৌমেন রায় । এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।