বাসস দেশ-২ : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী বৃহষ্পতিবার

129

বাসস দেশ-২
আওয়ামী লীগ-সম্মেলন
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী বৃহষ্পতিবার
জয়পুরহাট, ৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
জেলা আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ নভেস্বর সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হয়েছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু ও সাধারণ সম্পাদক হয়েছিলেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। মেয়াদ শেষ হওয়ায় আগামী ১০ ডিসেম্বর বৃহষ্পতিবার হতে যাচ্ছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, অপেক্ষা করছেন কে জেলা আওয়ামী লীগের আগামী দিনের হাল ধরবেন । সম্মেলন সফল করতে এ্যাড: মোমিন আহমেদ চৌধুরীকে আহবায়ক ও এস এম সোলায়মান আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানান, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানান, বর্তমান সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু। জয়পুরহাট ষ্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজ চলছে। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু এমপি। সম্মলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্বে আসবেন এ প্রত্যাশা করছেন জয়পুরহাট জেলাবাসী।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৩০/নূসী