বাসস দেশ-৫৫ : স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থানরত ধর্মঘট প্রত্যাহার

189

বাসস দেশ-৫৫
অবস্থান ধর্মঘট – প্রত্যাহার
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থানরত ধর্মঘট প্রত্যাহার
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি অবস্থানরত ধর্মঘট প্রত্যাহার করেছে।
সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবী মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষা উপ-মন্ত্রীর প্রতিনিধি শিক্ষক প্রতিনিধির কাছ থেকে সকল দাবী দাওয়ার ফাইল গ্রহণ করেছেন।
মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ কাজী ফয়েজুর রহমান ও মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৩ দিন অবস্থান ধর্মঘট পালন করছি। মাননীয় শিক্ষা উপ-মন্ত্রীর প্রতিনিধির পক্ষ থেকে দাবী পূরণের আশ্বস্ত করায় আমাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করছি।
বাসস/সবি/এমএআর/২১৫০/এবিএইচ