বাসস দেশ-৪৯ : ঠাকুরগাঁওয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

151

বাসস দেশ-৪৯
ঠাকুরগাঁও- মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
ঠাকুরগাঁও, ৭ ডিসেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে গৃহনির্মাণ, শীতের প্রকোপ থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা ও এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষধ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, সুব্রত কুমার বর্মন ও অনিল সেন প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫০/এমকে