বাজিস-৭ : ঝিনাইদহে শিয়াল মারা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

151

বাজিস-৭
ঝিনাইদগ-মৃত্যু
ঝিনাইদহে শিয়াল মারা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ, ১০ আগস্ট ২০১৮ (বাসস) : ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শিয়াল মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে বাঁধন নামের ৩ বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, পাশের বাড়ির বাচ্চু তার মুরগি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারা ফাঁদ পাতে। কিন্তু বাচ্চু সকালেও বিদ্যুতের সুইচ বন্ধ করেনি। এতে শিশুটি সকালে খেলতে খেলতে ওই খামারে যায়। সেখানে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। সেই সাথে খামারের মালিক বাচ্চুকে আটক করে।
বাসস/সংবাদদাতা/১৫৩০/-মরপা