রাজশাহি, বরিশাল দুই দলেরই চোখ টুর্নামেন্টে টিকে থাকা

580

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২০(বাসস) : চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্য নিয়ে ফরচুর বরিশাল আগামীকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহির মুখোমুখি হবে। শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়ে পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে বরিশাল। আরেকটি ম্যাচে পরাজিত হলে প্লে অফের দৌঁড় থেকে ছিটকে পড়বে তামিম ইকবালের নেতৃত্বাধীন দক্ষিনাঞ্চলীয় জেলা বরিশালের দলটি।
একটি জয় দলটিকে টুর্নামেন্টে টিকে থাকার পথ খোলা রাখবে বিষয়টি মাথায় রেখেই কাল যে কোন প্রকারে জিততে চাইবে বরিশাল।
টুর্নামেন্টে টিকে থাকতে রাজশাহির বিপক্ষে ম্যাচটিকে নিজেদের ফাইনাল হিসেবে বিবেচনা করছেন বরিশালের পেসার আবু জায়েদ রাহি।
ওাহি আজ বলেন,‘ আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন। আমরা জানি একটা পরাজয়ে টুর্নামেন্ট থেকে আমাদের ছিটকে পড়তে হতে পারে। সুতরাং ম্যাচটিকে আমরা আমাদের ফাইনাল হিসেবে বিবেটনা করবো।
টুর্নামেন্টের শুরু তেকে কোন কিছুই নিজেদের পক্ষে ছিলনা বলে স্বীকার করেন রাহি। তাই রাজশাহির বিপক্ষে ম্যাচটি জিততে তিন বিভাগেই ভাল করার ওপড় গুরুত্ব দেন তিনি।
‘একটা ম্যাচ জেতার জন্য বড় কোন সংগ্রহ আমরা দাঁড় করাতে পারিনি। বোলিং বিভাগেও আমরা ভাল করতে পারিনি। কোন দলকে স্বল্প রানে অল আউট করতে কিংবা আটকে রাখতে পারিনি। আমি মনে করি দলগতভাবেই আমাদের ভাল করতে হবে’ উল্লেখ করেন রাহি।
টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে সাফল্য পেতে বোলিংয়ের ভিন্নতা গুরুত্বপুর্ন মনে করছেন রাহি।
যে কারণে অনুশীলনে নিজের বোলিংয়ে বৈচত্র্য আনতে বিশেষ করে স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করেছেন রাহি।
তিনি জানান,‘ আমার পর্যব্ষেন হচ্ছে ব্যাটসম্যানরা স্লোয়ার ডেলিভারিতে আউট হচ্ছে। বিষয়টা এমন নয় যে, বোলাররা উইকেট পেতে এমনটা করছে । এ উইকেটে সাফল্য পেতে বোলিংয়ে ্ৈবচত্র্য গুরুত্বপুর্ন। আমরা আমাদের বৈচত্র্য নিয়ে কাজ করছি।’
বরিশালের যেম নিজস্ব সমস্যা রয়েছে, শুরুতে রাজশাহিও ভাল অবস্থায় ছিলনা। নাজমুল হোসেন শান্তর ইেতৃত্বাধীন রাজশাহি নিজেদের প্রথম দুই ¤্রাচ জিতেছে। তবে তারপর টানা চার ম্যাচে তারা হেরেছে। যা তাদেরকে প্লে অফ দৌঁড়ে অনেকটা বিপদে ফেলেছে।
আগামীকালের ম্যাচে পরাজিত হলে বরিশালের ন্যায় রাজশাহিও বিপদে পড়তে পারে।
নিজেদের সর্বশেষ ম্যাচে জেমকন খুলনার কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে রাজশাহি। শুরুটা ভাল করা সত্বেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করতে পারে উত্তরাঞ্চলের দলটি, যা এ ধরনের উইকেটে মোটেই মানানসই নয়।
গত ম্যাচে ৩৮ বলে ৫৫ রান করা শান্ত স্বীকার করেছেন নিজেদের সমস্যা- ভাল শুরুর পরও মিডল অর্ডার সেটা কাজে লাগাতে না পারার বিষয়টি চিহ্নিত করতে পেরেছেন তারা।
কান্ত বলেন,‘আমাদের অনেক সমস্যা আছে। এ সব সমস্যা সমাধান করতে না পারলে টুর্নামেন্টে ফিরে আসাটা আমাদের জন্য কঠিন হবে। ’
তবে দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বার প্রান্তে থাকায় খেলোয়াড়রা ঘুড়ে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী তিনি।
‘খেলোযাড়রা ঘুড়ে দাঁড়াতে মুখিয়ে আছেন। কেননা তারা জানে টুর্নামেন্টে টিতে থাকতে হলে পরাজয়ের বৃত্ত থেকে তাদের বেড়িয়ে আসতে হবে’ ব্যখ্যা করেন শান্ত।