বাজিস-৬ : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২২ : আহতরা সবাই চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

127

বাজিস-৬
খাগড়াছড়ি-দুর্ঘটনা
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২২ : আহতরা সবাই চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
খাগড়াছড়ি, ১০ আগস্ট ২০১৮ (বাসস) : জেলায় বাস উল্টে একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৭৮) খোকন কুমিল্লার নাঙ্গলকোটের গোত্রশালের মৃত আকবর আলীর ছেলে। মাছের পোনা বিক্রি করতে তিনি খাগড়াছড়ি এসেছিলেন। আহতরা সবাই চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবের ৪৫ সদস্য সাজেক ভ্রমণের জন্য খাগড়াছড়ি আসতেছিল। আলুটিলা পাহাড় নামার সময় বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয় এবং রাস্তার পাশের পাথরের সাথে লেগে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত- আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
বাসস/সংবাদদাতা/১৫৩০/-মরপা