ক্যাপ্টেন আকরাম আহমেদ আর নেই

238

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ, বীর উত্তম আজ সোমবার সকাল ১১ টায় ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে এখানে ভর্তি করা হয় এবং পরে তার হার্ট অ্যাটাক হয়।
একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে শত্রু সেনা নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষতিসাধনে ব্যাপক অবদান রেখেছিলেন যে নয় জন পাইলট তাদের মধ্যে আকরাম অন্যতম।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর রাতে স্কোয়াড্রন লিডার শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম আহমেদ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আক্রমণ চালিয়ে তেল ডিপোটি ধ্বংস করে দিয়েছিলেন।
যুদ্ধের পরে তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ককপিট পাইলট হিসাবে যোগ দেন।
আগামীকাল (মঙ্গলবার) জোহরের নামাজ শেষে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানোর পর তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।