স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে : খাদ্যমন্ত্রী

236

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যারা দেশের মহান স্বাধীনতার বিরোধীতা করেছিল ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও যাদের মনোবাসনা পূর্ণ হয়নি, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে।
তিনি আজ সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত “মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস-২০২১” উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সভায় এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। দেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতেই হবে।
তিনি বলেন, যারা মহান স্বাধীনতার বিরোধীতা করেছিল ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করছে।
খাদ্য সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম সরকার, সচিব আব্দুল নাসের খান এবং খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সদস্য ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।