নীলফামারী সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

556

নীলফামারী, ৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে জেলার সদর উপজেলা পরিষদ কার্যালয়ে “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ওই কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
শেষে জেলা প্রশাসক সেখানে তথ্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।