নাটোরে পিক-আপ ভ্যানসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

184

নাটোর, ৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় আজ সকাল ৭টার দিকে র‌্যাব সদস্যরা একটি পিকআপ ভ্যানসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
আটকরা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চর মথুরা গ্রামের মোঃ শাহজাহান মিজির ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার পানিরশ্বর নতুনহাটি গ্রামের ডারু মিয়ার ছেলে মোঃ মিরাজ মিয়া (২৭) এবং রাজশাহীর পুঠিয়া থানার কানাইপাড়া গ্রামের মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০)।
র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, আজ সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সুলতানপুর এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। সকাল সাতটার দিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক দ্রব্য পরিবহনের দায়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মোট্রো ন ১৩-৭৫৩৪) জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়।আটকদের নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।