বাসস ক্রীড়া-১৭ : শান্ত-নুরুলের ব্যাটিংয়ে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান

220

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি
শান্ত-নুরুলের ব্যাটিংয়ে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২০ (বাসস) : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরি ও নুরুল হাসানের অপরাজিত ৩৭ রানের সুবাদে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ১৪তম ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শান্ত ৫৫ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে রাজাশাহীকে ব্যাটিংএর আমন্ত্রন জানায় খুলনা। মোহাম্মদ আশরাফুলকে একাদশের বাইরে রেখে নিজের ইনিংস শুরু করে রাজশাহী। ইনজুরি কাটিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মত একাদশে ফিরেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় রাজশাহী। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসেই সাফল্যের দেখা পান স্পিনার শুভাগত হোম।
রাজশাহীর ওপেনার আনিসুল ইসলাম ইমনকে ১ রানের বেশি করতে দেননি শুভাগত।
শুরুতে ইমনকে হারালেও, পাওয়া-প্লের সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ১৬ বলে ৩১ রানের সুবাদে পাওয়ার-প্লেতে ৪৭ রান পায় রাজশাহী।
সপ্তম ওভারে প্রথম বলে শান্তর সতীর্থ রনি তালুকদারকে বিদায় দেন খুলনার পেসার আল-আমিন হোসেন। ১৭ বলে ১৪ রান করেন রনি।
চার নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন হার্ড-হিটার মেহেদি হাসান। ১৫ বলে ৯ রান করে পেসার শহিদুল ইসলামের বলে আউট হন মেহেদি।
সতীর্থরা দ্রুত ফিরলেও, এক প্রান্ত আগলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন শান্ত। বাউন্ডারি মেরে ৩৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। তবে হাফ-সেঞ্চুরির পর এবারও ৫৫ রানে থামেন রাজশাহীর অধিনায়ক। এবারের আসরে শান্তর প্রথম হাফ-সেঞ্চুরির ইনিংসটিও ছিলো ৫৫ রানের। আজ ৬টি চার ও ২টি ছক্কা মারেন শান্ত। রাজশাহীর অধিনায়ককে থামান খুলনার দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ।
শান্তর পর দলীয় ৯৩ রানে ফজলে মাহমুদ নামের পাশে ৯ রান রেখে বিদায় নিলে জুটি বাঁধেন উইকেটরক্ষক নুরুল হাসান ও জাকের আলি। তখন ইনিংসের ৩৭ বল বাকী ছিলো।
এরপর বাকী ৩৭ বলে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি গড়েন নুরুল ও জাকের। ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। ২১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেস সুরুল। ১৯ বলে ১টি ছক্কায় অপরাজিত ১৫ রান করেন জাকের। খুলনার শুভাগত ২৫ রানে ২ উইকেট নেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর :
মিনিস্টার রাজশাহী : ১৪৫/৫, ২০ ওভার (শান্ত ৫৫, নুুরুল ৩৭*, শুভাগত ২/২৫)।
বাসস/এএমটি/২০৩০/স্বব