একাডেমী কাপ ফুটবল: ওয়ারিয়র ও জিকেএসপি জয়ী, তুহিনের হ্যাট্রিক

257

ঢাকা, ৬ ডিসেম্বর. ২০২০ (বাসস) : বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে জয় পেয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ও জিকেএসপি ফুটবল একাডেমী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ দিনের প্রথম খেলায় ওয়ারিয়র ৩-০ গোলে হারায় সুনামগঞ্জের জুনিয়র ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের হয়ে হ্যাট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক তুহিন দালাল।
একই মাঠে দিনের অপর ম্যাচে বড় জয় পেয়েছে জিকেএসপি ফুটবল একাডেমী। টিম জিকেএসপি ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাফ ফুটবল একাডেমীকে। ম্যচ সেরা হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক সম্পদ হাসান।
দেশের ১২টি একাডেমী দল নিয়ে গত বৃহস্পতিবার শুরুহয় এ টুর্নামেন্ট। গত ্ছর প্রথম আসরেও অংশ নিয়েছিল ১২ দল। টুর্নামেন্টরচ্যাম্পিয়ন দল একলাখ এবং রানার্স-আপ দল পঞ্চাশ হাজার টাকা আর্থিক অর্থ পুরস্কার লাভ করবে।
আগামীকালের (৭ ডিসেম্ভর, সোমবার) খেলা:
এরহুম ফরহাদ হোসেন স্মৃতি এফএ বনাম ওয়ারিয়র স্পোর্টস একাডেমী (দুপুরএকটা ০০:০১টা)
জাফ ফুটবল একাডেমী বনাম ঈশ^রগঞ্জ ফুটবল একাডেমী (বেলা তিনটা ০০:০৩টা)
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম (পল্টন মাঠ)