বাসস ক্রীড়া-১১ : মুলারের জোড়া গোলে লিপজিগের সঙ্গে ড্র করলো বায়ার্ন

114

বাসস ক্রীড়া-১১
ফুটবল-জার্মানি-বুন্দেসলীগা
মুলারের জোড়া গোলে লিপজিগের সঙ্গে ড্র করলো বায়ার্ন
বার্লিন, ৬ ডিসেম্বর ২০২০ (বাসস/এএফপি) : পিছিয়ে পড়েও আরবি লিপজিগের বিপক্ষে জোড়া গোলে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে মান বাঁচানো সমতা ফিরিয়ে দিয়েছেন থমাস মুলার। শনিবার লিপজিগের মাঠেই অনুষ্ঠিত হয়েছিল টেবিল টপারদের মধ্যকার ম্যাচটি।
বুন্দেসলীগায় পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লিপজিগ এদিন চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতিটাও সেরে নিয়েছে দারুনভাবে। ইউরো আসরে ইউনাইটেডের মাঠেই ইংলিশ ক্লাবের মোকাবেলা করবে তারা।
খেলা শেষে বায়ার্ন তারকা মুলার বলেন,‘ ম্যাচে নামার আগেই আমরা জানতাম ঘুরে দাঁড়াতে পারব। কিন্তু বাস্তবে আমাদেরকে এ জন্য যা করতে হয়েছে তা সংবাদের শিরোনাম হবার মত। শেষ পর্যন্ত আমরা অবশ্য ফল নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।’
ক্রিস্টোফার এনকুনকোর গোলে শুরুতেই এগিয়ে যায় লিপজিগ। তবে ১৭ বছর বয়সি জামাল মুসিয়ালার গোলে সমতায় ফিরে আসে বায়ার্ন মিউনিখ। এরপর থমাস মুলারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এক মিনিটও ধরে রাখতে পারেনি ওই লীড। পরের মিনিটেই গোল করে লিপজিগকে সমতায় ফিরিয়ে আনেন সাবেক ডাচ তারকা প্যাট্রিক ক্লুইভারট। লিপজিগের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
বিরতির পরপরই এমিল ফোর্সবার্গের হেডের গোল ফের এগিয়ে দেয় লিপজিগকে। শেষভাগে ৭৫ মিনিটে কিংসলে কোম্যানের ক্রসের বল দ্বিতীয় দফায় জালে পাঠিয়ে বায়ার্নকে পয়েন্ট পাইয়ে দেন মুলার। ম্যাচের তিনটি গোলেই বলের যোগানদার ছিলেন কোম্যান।
খেলা শেষে ফোর্সবার্গ বলেন,‘ দুই দলের জন্যই ম্যাচটি ছিল বেশ কঠিন। কারণ উভয় দলই জয় পেতে চেয়েছিল।’
এ ম্যাচের ফলে দুই পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে ৫ ম্যাচের পরও মিউনিখে এখনো জয়ের অপেক্ষাতেই থাকতে হল লিপজিগকে।
এর আগে অনুষ্ঠিত ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ১-১ গোলে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্র করে মুল্যবান দুটি পয়েন্ট হাতছাড়া করেছে। ম্যাচের এই ফল ডর্টমুন্ডকে নামিয়ে দিয়েছে তালিকার তৃতীয় স্থানে। গত সপ্তাহে নিজেদের মাঠেই ধুকতে থাকা কোলনের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ডর্টমুন্ড এখনো খুঁজে ফিরছে তাদের শীর্ষ গোলদাতা তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডকে। ইনজুরিতে থাকা হালান্ডকে জানুয়ারির আগে ফিরে পাচ্ছেনা ডর্টমুন্ড।
শনিবার অনুষ্ঠিত বুন্দেসলীগার অন্য ম্যাচে আর্মিনিয়া বিয়েলেফেল্ড ২-১ গোলে মেইঞ্জকে পরাজিত করেছ্ েএছাড়া কোলন ২-২ গোলে ভিএফএল উল্ফসবার্গ এবং ফ্রেইবার্গ ২-২ গোলে বরুশিয়া মনেচেনগ্লাবাচের সঙ্গে ড্র করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৬/স্বব