বিধিনিষেধের মধ্যেই বেথলেহেমে ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা

573

বেথলেহেম (ফিলিস্তিনী অঞ্চল), ৬ ডিসেম্বর, ২০২০(বাসস ডেস্ক): বড়োদিন সামনে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বেথলেহেমে ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা করা হয়েছে। কিন্তু এ সময়ে ছিল না মানুষের চিরাচরিত ভীড়।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে পবিত্র এ নগীরতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত সপ্তাহে ফিলিস্তিনী কর্তৃপক্ষ করোনা নিয়ন্ত্রণে রাত্রিকালীন কারফিউসহ ১৪ দিনের পদক্ষেপ ঘোষণা করেছে।
প্রতিবছর নেটিভিটি গীর্জার কাছে মেনজার চত্বরে ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জার সময়ে সাধারণত স্থানীয় ও পর্যটকেরা ভীড় করে থাকেন। এখানেই যিশুর জন্ম বলে বিশ^াস করা হয়।
কিন্তু এ বছর করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের কারণে কেবল স্বল্পসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বেথলেহেম পৌরসভার জনসংযোগ বিষয়ক পরিচালক কারমেন ঘাত্তাস জানান, ফিলিস্তিনী প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ তার রামাল্লার কার্যালয় থেকে এ আলোকসজ্জার উদ্বোধন করেন।
পশ্চিমতীরে ফিলিস্তিনীসহ ২৮ লাখেরও বেশি লোকের বাস। এখানে ৭১ হাজার ৭০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৬৭৮ জন মারা গেছে।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে এ অঞ্চল দখল করে রেখেছে।