যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ২,৫২৭ জনের মৃত্যু

319

ওয়াশিংটন, ৬ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে পরপর তৃতীয় দিনে শনিবার ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩০ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
শনিবার একদিনে করোনায় মারা গেছে ২ হাজার ৫২৭ জন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশী সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
ঘরে থাকার জন্য কর্তপক্ষের নির্দেশ সত্ত্বেও গত সপ্তাহগুলোতে থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপন উপলক্ষে লাখ লাখ আমেরিকানের ভ্রমণের পরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।
গত দুই সপ্তাহযাবত যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনায় মৃত্যু ২ হাজারের অধিক হচ্ছে, প্রথম পর্যায়ে দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পরে এবারের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশী।
হাসপাতালে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউইয়র্ক এবং টেক্সাসে সংক্রমণ বাড়ছে।
যুক্তরাষ্ট্রে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ লোক আক্রান্ত এবং ২ লাখ ৮১ হাজারের বেশী লোক মারা গেছে।