বাসস ক্রীড়া-২ : শীর্ষে উঠে এলো চেলসি, জয়ের ধারায় ফিরেছে ইউনাইটেড

129

বাসস ক্রীড়া-২
ফুটবল-প্রিমিয়ার লিগ
শীর্ষে উঠে এলো চেলসি, জয়ের ধারায় ফিরেছে ইউনাইটেড
লন্ডন, ৬ ডিসেম্বর, ২০২০ (বাসস) : পিছিয়ে পড়েও ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ দিকে একই ব্যবধানে লিডসকে পরাজিত করে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে চেলসি।
লন্ডন স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত পল পগবা, ম্যাসন গ্রীনউড ও মার্কোস রাশফোর্ডের তিন গোলে লিগে টানা পঞ্চম এ্যাওয়ে ম্যাচে জয় নিশ্চিত করেছে ওলে গানার সুলশারের দল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারের পর দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয়ের ধারায় ফিরেছে রেড ডেভিলসরা। লিগে টানা ষষ্ঠ জয়ে বর্তমানে টেবিলের নবম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে এক পয়েন্ট এগিয়ে রয়েছে ইউনাইটেড। দিনের শুরুতে ফুলহ্যামকে ২-০ গোলে পরাজিত করেছে সিটিজেনরা।
সুলশার কাল বদলী বেঞ্চে রেখেছিলেন ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ডকে। মঙ্গলবার আরবি লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কাল দলের মূল দুই তারকাকে কিছুটা বিশ্রাম দিয়েছিলেন সুলশার। কিন্তু বিরতির আগে টমাস সুচেকের গোলে হ্যামার্সরা এগিয়ে যাবার পর দ্বিতীয়ার্ধে সুলশার তার পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হন।
৬০ হাজার ধারনক্ষমতা সম্পন্ন লন্ডন স্টেডিয়ামে কাল দুই হাজার স্বাগতিক দর্শক তাদের প্রিয় দল ওয়েস্ট হ্যামকে উজ্জীবিত করতে উপস্থিত ছিলেন। নয় মাস পর প্রথমবারের মত দর্শকদের উপস্থিতিতে হ্যামার্সরা এগিয়ে যাবার পরেও তা ধরে রাখতে পারেনি। ৬৫ মিনিটে দুর্দান্ত গতিতে দুরপাল্লার শটে পগবা ইউনাইটেডের হয়ে সমতা ফেরান। তিন মিনিট পর এ্যালেক্স টেলেসের এসিস্টে গ্রীনউড সফরকারীদের এগিয়ে দেন। ম্যাচ শেষের ১২ মিনিট আগে ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ডের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
ম্যাচ শেষে সুলশার বলেছেন, ‘যখন দল ১-০ কিংবা ২-০ গোলে পিছিয়ে পড়ে তখন সাধারনত আত্মবিশ^াসে ছেদ পড়ে। কিন্তু আমার ছেলেরা কখনই সেটাকে বড় কোন ব্যবধ্যান মনে করেনি। এটাই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।’
মার্চের পর প্রথমবারের মত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে স্ট্যামফোর্ড ব্রীজে চেলসিও প্রথমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। চেলসি বস ফ্রাংক ল্যাম্পার্ড বলেছেন, ‘তাদের সমর্থন অনুভব করাটা দারুন এক অনভূতি। দুই হাজার মানুষের চিৎকার হয়ত বড় কিছু নয়। কিন্তু দীর্ঘদিন পর তাদের কাছ থেকে উদ্দীপনা তো শোনা গেল, এটাই বা কম কি। সত্যিকার অর্থেই আমরা সবাই দারুন খুশী।’
প্যাট্রিক রাশফোর্ড চার মিনিটে চেলসি রক্ষনভাগকে ফাঁকি দিয়ে লিডসকে এগিয়ে দিয়েছিলেন। এটি মৌসুমে তার অষ্টম গোল। সব ধরনের প্রতিযোগিতা টানা ১৬টি ম্যাচে অপরাজিত থাকা ল্যাম্পার্ড বাহিনী যেন সেই রেকর্ড ধরে রাখার জন্যই মাঠে নেমেছিল। কাল পিছিয়ে পড়েও সহজ জয়ে মাঠ ছেড়ে অন্তত একটি বিষয় প্রমান করেছে এবারের শিরোপা জয়ে তারাও অন্যতম শক্তিশালী দাবীদার।
সেভিয়ার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করা অলিভার গিরুদের কাল মূল একাদশে ফিরে আসাটা নিশ্চিতই ছিল। রিস জেমসের লো ক্রসে ২৭ মিনিটে গিরুদের গোলে সমতা ফেরায় চেলসি। এর আগে টিমো ওয়ার্নারের জেড ক্রসবারে লেগে ফেরত আসে। লিডস গোলরক্ষক ইলনা মেসিলার আবারো ওয়ার্নারকে হতাশ করেন। কিন্তু ম্যাসন মাউন্টের কর্ণার থেকে শেষ পর্যন্ত ৬১ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন কার্ট জুমা। স্টপেজ টাইমে ওয়ার্নারের সহায়তায় ক্রিস্টিয়ান পুলিসিচ দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন।
লিগের প্রথম ৯ ম্যাচে মাত্র চারটিতে জয় পাওয়া সিটি গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে কিছুটা হলেও লড়াইয়ে নিজেদের ফিরিয়ে এনেছিল। ইতিহাদ স্টেডিয়ামে কাল শুরুটাও তাদের ভালই হয়েছিল। পাঁচ মিনিটে কেভিন ডি ব্রুইনার থ্রো বলে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর মাধ্যমে সাম্প্রতিক গোল খরা কাটিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। ২৬ মিনিটে স্পট কিক থেকে ডি ব্রুইনা ব্যবধান দ্বিগুন করেন। এর মাধ্যমে ম্যানেজার হিসেবে ক্যারিয়ারের ৭০০তম ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখলেন সিটি বস পেপ গার্দিওলা।
এর আগে দিনের শুরুতে ডোমিনিক কালভার্ট-লুইনের ১১তম লিগ গোলে এভারটন ধুকতে থাকা বার্নলির সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
বাসস/নীহা/১৪৩৫/স্বব