একাডেমি কাপ: সেমিফাইনালে এফসি ফেনী ও শ্যামনগর

548

ঢাকা, ৫ডিসেম্বর, ২০২০(বাসস): বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এফসি ইউনাইটেড ফেনী ও শ্যামগগর ফুটবল একাডেমী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ দিনের প্রথম ম্যাচে ফেনী ১-০ গোলে হারায় হরিয়ান ফুটবল একাডেমীকে। গোলশুন্য প্রথমর্ধের পর ফেনীর পক্ষে একমাত্র গোলটি করেন সাজ্জাদ হেসেন মামুন। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের তানভীর হোসেন রাহুল। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফেনী ১-১ গোলে ড্র করেছিল জালালী ফুটবল একাডেমীর সঙ্গে। ফলে খ-গ্রুপের সেরা হিসেবে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লেখায় ফেনী।
একই মাঠে দিনের অপর ম্যাচে শ্যামনগর ফুটবল একাডেমী ২-১ গোলে পীরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে ক-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেছেন আলাউদ্দিন। ম্যাচ সেরা হয়েছেন শ্যামনগরের অধিনায়ক বাদশা। নিজেদের প্রথম ম্যাচে শ্যামনগর গোলশুন্য ড্র করেছিল নবাবগঞ্জ ফুটবল একাডেমীর সঙ্গে।
দেশের ১২টি একাডেমী দল নিয়ে গত বৃহস্পতিবার শুরু হয় এ টুর্নামেন্ট।
আগমীকালের (৫ ডিসেম্ভর, রবিবার) খেলা:
ওয়ারিয়র স্পোর্টস একাডেমী বনাম সুনামগঞ্জ ফুটবল একাডেমী (দুপুর একটা ০০:০১টা)
জাফ ফুটবল একাডেমী বনাম টিম জেকেএসপি ফুটবল একাডেমী (বেলা তিনটা ০০:০৩টা)
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ)