বাসস ক্রীড়া-৮ : ছিটকে গেলেন জাদেজা

99

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-জাদেজা
ছিটকে গেলেন জাদেজা
সিডনি, ৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মাথায় ইনজুরির কারনে তিনি সিরিজের বাকী ম্যাচগুলোতে খেলতে পারবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গতকাল সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বাউন্সারে মাথায় বলের আঘাত পান জাদেজা। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে আর মাঠে নামেননি তিনি। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল।
বিসিসিআই জানিয়েছে, ‘শুক্রবার ম্যাচ চলাকালে ইনিংস বিরতিতে সাজ ঘরেই দলের চিকৎসকরা জাদেজাকে পরীক্ষা করনরছস। রিপোর্টে তার সমস্যা দেখা দিয়েছে। জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবারও তার পরীক্ষা করা হবে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। তবে সিরিজের আর খেলতে পারবে না জাদেজা।’
জাদেজার পরিবর্তে ফিল্ডিংএ কনকাশন হিসেবে নেমে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন স্পিনার যুজবেন্দ্রা চাহাল।
জাদেজার পরিবর্তে সিরিজের বাকি দুই টি-টুয়েন্টিতে পেসার শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে ভারত।
বাসস/এএমটি/১৭১০/স্বব